ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ১০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:০১, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বেলকুচিতে অটোরিক্সা খাদে পড়ে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবক নিহত এবং আরও ৩ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে উপজেলার রাজাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।   

বেলকুচি থানার ওসি (তদন্ত) নুর এ আলম জানান, যাত্রীবাহী অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে বেলকুচির দিকে যাচ্ছিল। রাজাপুর এলাকায় পৌছলে অটোরিকশাটির একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার আরও ৩ যাত্রী। আহতদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। 

কেআই/এসি      


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি